Creative Studio
PROJECT DESCRIPTION
স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে অর্থনৈতিক উন্নতি
বিশেষজ্ঞদের মতে, স্যানিটেশন ব্যবস্থায় বিনিয়োগই জনস্বাস্থ্য আর জীবনযাত্রার মানোন্নয়ন করবে৷ কমবে দারিদ্র্যও৷ তবে তাদের আরো বড় যুক্তি, উন্নত স্যানিটেশন ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়ন ঘটায়৷ আন্তর্জাতিক পানি ও স্যানিটেশন সহযোগিতা কাউন্সিলের নির্বাহী পরিচালক জন লেইনের ব্যাখ্যা, `` দক্ষিণ এশিয়া ও আফ্রিকায় স্যানিটেশন আর স্বাস্থ্য খাতে এক ডলার বিনিয়োগ মানে ৯ ডলার অর্থনৈতিক লাভ৷ একের বিপরীতে নয়, অনুপাতটা খুবই লোভনীয়৷ তবে এখানে সমস্যা হলো, লাভটা ক্যাশে আসছে না৷ দেখতে হবে এভাবে, সুস্থ থাকায় লোকজন কাজ করতে পারছে বেশি৷
স্যানিটেশন সুব্যবস্থাপনায় বাংলাদেশ
যদি স্যানিটেশন সমস্যা আর সুপেয় পানির বন্দোবস্ত থাকে তো কোটি কোটি মানুষ তাদের সময় আর শক্তি কাজে লাগাতে পারে নিজের আর সমাজের উন্নতির জন্য৷ এক্ষেত্রে উদাহরণ হিসেবে বাংলাদেশকে তুলে এনেছেন লেইন৷ বলেছেন, এনজিও-র সহযোগিতায় বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করার কথা৷ লেইন আরো বলেছেন, ``স্যানিটেশন ব্যবস্থার উন্নতির মাধ্যমে লোকজন দেখলো, এতে তার পরিবার আর বাড়ির জন্য ভালো তো হচ্ছেই উপকার হচ্ছে গোটা সমাজেরই৷ যদি মানুষ বুঝতে পারে, তার বাড়ির খোলা ল্যাট্রিনের কারণে প্রতিবেশীর ক্ষতি হচ্ছে, কিংবা প্রতিবেশীর কারণে তার ক্ষতি হচ্ছে৷ তাহলে পুরো এলাকা কিংবা গ্রামের মানুষই এক হয়ে তাদের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে উদ্বুদ্ধ হবে৷ এতে উন্নতি হবে সার্বিক জীবনমানেরও৷
Design, Coding
26 August 2016
www.ninzio.com