Creative Studio
PROJECT DESCRIPTION
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রমেশ চেব্রা বলেন, ওয়ার্ল্ডভিশনের সহযোগিতায় জিবিসির পরিচালনায় সেই সময় ওই বিদ্যালয়টি ভালোভাবেই চলছিল। শিক্ষার্থীও ছিল প্রায় দেড় শতাধিক। ২০১৩ সালে বিদ্যালয়টিতে ওয়ার্ল্ডভিশন সহযোগিতা বন্ধ করে দেয়। এরপর থেকেই আর্থিক সংকটের কারণে বিদ্যালয়টি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সরকারের সহযোগিতায় বিদ্যালয়টি আবারো চালু হোক।
এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, বিদ্যালয় স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে বিদ্যালয়বিহীন গ্রামে নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার সুযোগ আছে।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, এ সংক্রান্ত কোনো তথ্য তার জানা নেই। তবে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করে এই বিদ্যালয়টি চালু করা যায় কিনা তা চেষ্টা করে দেখবেন।
Design, Coding
26 August 2016